যাকাত হতে পারে করোনায় অসহায়দের সহায়
চলছে রমজান মাস, মুসলমানদের ধর্মীয় দৃষ্টিকোন থেকে সর্বশ্রেষ্ট মাস। এ মাসেই নাযিল হয়েছিল পবিত্র কোনআন মাজিদ, এ মাসেই সুযোগ হয় সকল গুনাহ থেকে মুক্তি পেয়ে পবিত্রতায় শানিত হবার। এ মাসের ফজিলত বর্ননা করে শেষ করা যাবে না। এ মাসেই ধনী-গরীব এক কাতারে এসে নামাজ আদায় করে এবং একাত্ব মতে পৌছানোর সুযোগ হয়। ধর্ম মানে শান্তি, শান্তির বার্তা প্রত্যেকের ঘরে পৌছে দেওয়ার জন্য যাকাতের বিধান রয়েছে। যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয় স্তম্ভ। বলা হয়ে থাকে ইসলাম যদি একটি তাবু হয়, যাকাত হচ্ছে সেই তাবুর মধ্যম খুটি। তাবুর জন্য মধ্যম খুটি কি যে জরুরী তা সকলের বোধগম্য আছে। একটা তাবুর মাঝখানের খুটি একটু বড় হয়, যেটার উপর ভর করে তাবুটি দাড়িয়ে থাকে। একটা তাবুর চারপাশের খুটি যেমন খুব দরকারী, মাঝখানেরটা ঠিক তেমনই গুরুত্ব বহন করে। যাকাতের মাধ্যমে ধনী গরিবের সমতা ফিরিয়ে আনা হয়। আল্লাহ তায়ালা সম্পদের উপর গরীবের হক পালন করে দারিদ্রতা দুর করার জন্য যাকাত বেশ গুরুত্ব বহন করে।